Main Menu

শান্তি নগরের আকুর ফেন্সিডিল ব্যবসা জমে উঠেছে

শহর প্রতিনিধিঃ পাবনা সদর শান্তি নগরের আকুর বিরুদ্ধে তার নিজ বাসায় ফেন্সিডিল, হেরোইন, ইয়াবাসহ নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন লোকজন,বিশেষ করে যুবকদের আনাগোনা লক্ষ করা যায়। তারা
বেশিরভাগ সময়ে হোন্ডাযোগে আসে নেশা জাতীয় দ্রব্য ক্রয় করে নিয়ে যায়। এলাকায় বসবাসকারীরা জানান, মাদক কেনা বেচার কারনে এলাকার স্কুল –কলেজ গামী ছেলে মেয়েদের স্কুল-কলেজে পাঠানোই দায় হয়ে পড়েছে ।