Main Menu

‘কাঙ্গাল’ হয়ে ফিরলেন অপু বিশ্বাস !

ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেত্রী অপু বিশ্বাস। স্বামী, সন্তান ও সংসারের জন্য বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। তবে সেই পালা শেষ। নিজেকে প্রস্তুত করে ফের বড়পর্দায় ফিরছেন নায়িকা। এরইমধ্যে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বদিউল আলম খোকন পরিচালিত ত্রিভুজ প্রেমের গল্পের এই ছবির নাম ‘কাঙ্গাল’।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘মাতৃত্বজনিত কারণে আমি প্রায় দেড় বছর নতুন কোনো ছবিতে কাজ করিনি। এখন থেকে আবারও কাজ শুরু করছি। আগামী মাস থেকে ছবির শুটিং শুরু করার কথা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি এর আগে বদিউল আলম খোকন স্যারের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। উনার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। আমি খুশি যে উনার সঙ্গে আবারও কাজ করবো। ছবির গল্পের চরিত্রের জন্য আমি নিজেকে তৈরি করছি।’

অন্যদিকে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘আমি অপুকে নিয়ে অনেক ছবি নির্মাণ করেছি, যার বেশির ভাগই হিট ছবি। আবারও তাঁকে নিয়ে ছবি নির্মাণ করছি। ছবির গল্পটা সুন্দর। আশা করি, সবার কাছে ভালো লাগবে।’

প্রসঙ্গত, ‘কাঙ্গাল’ ছবিটির চিত্রনাট্য লিখছেন কাশেম আলী দুলাল। ত্রিভুজ প্রেমের এই ছবিতে অপুর নায়ক হিসেবে থাকছেন ডিএ তায়েব ও বাপ্পী চৌধুরী। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরো আছেন মিশা সওদাগর, আনোয়ারা, অরিন প্রমুখ। আগামী মাস থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে।