
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে গুরুদাসপুরের শহীদ সাত্তার রেকায়েত প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার বেলা সাড়ে দশটার দিকে ওই বিদ্যালয় থেকে র্যালীটি বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই বিদ্যালয়ে এস শেষ হয়। র্যালীতে অংশ নেন প্রতিবন্ধি স্কুলের ২২ জন শিক্ষক ও ৫শ জন প্রতিবন্ধি শিক্ষার্থী। র্যালী শেষে ওই বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এসএম নজরুল ইসলাম। আলোচনায় বক্তব্য রাখেন, স্কুলের পরিচালক উপধ্যক্ষ আবু সাঈদ, শিক্ষক জহুরুল ইসলাম, চুমকি প্রমূখ।
প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদেরও লেখা-পড়া, খেলা-ধুলা করার অধিকার আছে। তাদেরকেও শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব। সেই লক্ষেই তিনি এই প্রতিবন্ধি স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। বিদ্যালয়টিতে প্রতিবন্ধীদের উদ্দেশ্যে মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে।