
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বগুড়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মেয়র পদে বিজয়ের খবরে বগুড়া জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সাধারণ মানুষদের মিষ্টিমুখ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য আব্দুস সালাম বাবু, বগুড়া জেলা জাপার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাপানেতা তোফাজ্জল হোসেন বাবলু, এইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহিদ, এমরান রহমান মিঠু, সফিকুল ইসলাম সুইট, শরিফুল ইসলাম বাবু, সুলতান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ নবনির্বাচিত রংপুর সিটি মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, এ জয়ে শুধু রংপুর নয়, গোটা দেশে জাপার নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হবে।
এদিকে নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, বিরোধি দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি।