Main Menu

ফরিদপুরে ১১টি হাইস্কুলে কর্মবিরতি

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুরে ১১টি হাইস্কুলে কর্মবিরতি চলছে। ফলে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এসে ক্লাশ করতে না পেরে ফিরে যাচ্ছে। বিদ্যালয়গুলো বনওয়ারী নগর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়, পুংগলী মডেল উচ্চ বিদ্যালয়, ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আল্লাহ আবাদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আবুল হোসেন উচ্চ বিদ্যালয়, বাদাল বীণাপাণি এস.সি উচ্চ বিদ্যালয়, হাদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়, পুংগলী আমেনা মোস্তফা বালিকা বিদ্যালয়সহ আরো বিদ্যালয়। গত ২৪ জানুয়ারী ফরিদপুর বেসরকারী শিক্ষক কর্মচারী সমিতির এক মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এ কর্মবিরতি পালন চলছে।