
ষ্টাফ রিপোর্টার ঃ পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারে চলন্ত ট্রাকে অগ্নিকা-ন্ডের ঘটনার দু’দিন পার হলেও এখনো মূল রহস্যের উদঘাটন হয়নি। ঘটনার দিন স্থানীয়রা পল্লী বিদ্যুতের লাইনের সাথে ট্রাকের ধাক্কা লাগার কথা জানালেও বাস্তবে এর সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পাবনা পল্লী বিদ্যুতের ভাঙ্গুড়া সাব জোনাল অফিস ও ভাঙ্গুড়া পৌরসভা অনুসন্ধান করে বিদ্যুৎ লাইনের সাথে ধাক্কা খাওয়া কিম্বা লাইনের কোন ত্রুটি খুঁজে পাননি। তবে অগ্নিকা-ের ঘটনার পেছনে কারোর কোন নাশকতার উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ট্রাকে অতিরিক্ত উচ্চতায় খড়ের আঁটি বোঝাই করার কারণে এর উপরে কিভাবে আগুন লাগলো তা স্পষ্টভাবে কারো কাছেই বোধগম্য হচ্ছেনা। তবে তরুন মেয়র গোলাম হাসনাইন রাসেল, দমকল বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ হলে বড় ধরনের দূর্ঘটনা থেকে রেহাই পায় পৌরবাসী। এবিষয়ে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল জানান, অগ্নিকা-ের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। তবে ঘটনার কারণ অনুসন্ধান চলছে। ভাঙ্গুড়া সাব জোনাল অফিসের এজিএম নাজমুল হক জানান, অগ্নিকা-ের ঘটনায় পল্লী বিদ্যুতের লাইনের ত্রুটি বা কোন লাইনম্যান বা কর্মচারীর দায়িত্ব অবহেলার বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি।