Main Menu

বগুড়ায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন ও বগুড়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে শনিবার শহরের জলেশ^রীতলার অস্থায়ী কার্যালয়ে বগুড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মাহফুজ আরা মিভা, সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এ্যাড. বিনয় কুমার দাষ (বিশু), হারুনার রশিদ, সাংবাদিক সঞ্জু রায়, নূরদিয়া জাহান লিটা ও মনোয়ারা খাতুন।
সভায় দুর্নীতি প্রতিরোধে সমাজের সকল শ্রেণীপেশার মানুষের সচেতনতা বৃদ্ধি ও সকলের ঐক্যবদ্ধ করণের লক্ষ্যে আগামী ১৯শে এপ্রিল সকাল ১১ টায় বগুড়া জেলা রেজিষ্ট্রার এর কার্যালয়ের সামনে মানব-বন্ধন করার সিন্ধান্ত গ্রহন করা হয়।