Main Menu

রাতুল হাসান জয় এসএসসি তে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: মো. রাতুল হাসান জয় সর্বোচ্চ নম্বর পেয়ে ফরিদপুর উপজেলা পর্যায়ে এ বছর এসএসসিতে ১২২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। সে ২০১২ সালে প্রাথমিক সমাপনীতে ৫৭৬ নম্বর পেয়ে এবং ২০১৬ সালে জেএসসিতে সর্বাধিক নম্বর পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিল। তার মাতা মোছা. রুখসানা পারভীন একজন চাকুরিজীবী এবং পিতা মো. আব্দুল হান্নান একজন ব্যববসায়ী। রাতুলের ইচ্ছা সে সিভিল প্রশাসনে থেকে দেশের সেবা করতে চায়। সে বনওয়ারীনগর সি,বি পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ছিল। রাতুল হাসান জয় সকলের দোয়া প্রার্থী।