Main Menu

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাঁক্কায় এক কিশোরের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাঁক্কায় সাব্বির হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের লিটন আলীর ছেলে। জানা গেছে, সাব্বির শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়ার বড়াল রেলব্রিজ পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাঁক্কায় মারাত্বক আহত হলে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।