Main Menu

শরীর সচেতন জয়ার ভাইরাল ভিডিও

রূপে-গুণে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেল শরীরচর্চায় ব্যস্ত তিনি। শারীরিকভাবে ফিট থাকার কসরতে মনযোগ তার।

ভিডিও দেখে বোঝা যাচ্ছে ৪৬ বছরের জয়া কেন এখনও ১৬ বছরের যুবতীর মতো আকর্ষণীয়া। অভিনেত্রীর গ্ল্যামার যে দিন দিন বাড়ছে তার কারণ নিয়মিত জিমে সময় কাটান তিনি। শরীরী কসরতেই জয়া এমন ফিট। ভাইরাল হওয়া সেই ভিডিওতে যেন তারই প্রমাণ দিলেন জয়া।

এই মুহূর্তে জয়া রয়েছেন বাংলাদেশে। সেখানকার রুসলান স্টুডিওতে শরীরচর্চা করতে দেখা গেল তাকে। নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে সেটি শেয়ার করেন জয়া। ভিডিওটির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘অল প্রগ্রেস টেকস প্লেস আউটসাইড দ্য কমফোর্ট জোন’।