Main Menu

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শুধুই দাদী

রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিশ্ব নিয়েও যাকে ব্যস্ত থাকতে হয়, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কখনো কখনো ওঠেন শুধুই দাদী। নাতি-নাতনিরা যাকে চেনেন শুধু দাদী হিসেবেই। প্রধানমন্ত্রীও সেখানে হয়ে ওঠেন তাদের বয়সী একজন শিশু। তেমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন এক ফটোগ্রাফার।

আজ শনিবার দুপুরে ফেসবুকে প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ব্যস্ততার ফাঁকে পারিবারিক এক অসাধারণ মুহূর্তে যখন প্রধানমন্ত্রী শুধুই দাদী। গণভবনে প্রধানমন্ত্রীর রুমে নাতি কাইয়াস মুজিব সিদ্দিক ল্যাপটপে কিছু দেখাচ্ছে, আর গভীর মনোযোগে দেখছে নাতনি লীলাতুলী হাসিনা সিদ্দিক ও দাদী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।