Main Menu

সুজানগরে অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন

সুজানগর পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে খাদ্য গুদামে ৩৯১ মে.টন কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও আইটিসি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, আমিন উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ মোফাখ খাইরুল ইসলাম, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, সুজানগর এল এস ডি’র খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।