Main Menu

সিঁদুরের গুরুত্ব তুমি জানো না, ড্যানিয়েলকে সানি

সানি লিওন। তার ক্যারিয়ারের শুরু পর্ন ছবি দিয়েই। জীবনে অনেক ওঠা-নামার মধ্যে দিয়ে যেতে হয়েছে সানিকে। ঘর-পরিবার সবকিছুকে ছেড়ে নিয়েছেন বড় সিদ্ধান্ত।

পর্নগ্রাফি ছবিতে কাজ করতে হলে দরকার বুকের পাটার, তা সানির আছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাও যে তার আছে তা তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন।

সম্প্রতি কপিল শর্মার শোতে এসেছিলেন তিনি। সেখানে এসে নিজের জীবনের অনেক কথাই শেয়ার করলেন। বলিউডে যে তিনি তার পা শক্ত করেছেন তাও প্রমাণ করেছেন সানি। কিন্তু কখনই নিজের স্বামীকে ছেড়ে যাননি। তার স্বামীও শক্ত করে ধরে রেখেছেন সানির হাত।

তবে এই শোতে এসে তিনি ড্যানিয়েলকে বললেন, এক চুটকি সিঁন্দুরকি কিমত তুম কেয়া জান ড্যানিয়েল বাবু!

এ কথা বলে গাল টিপে দিলেন তার স্বামীর। নিছকই মজার এই শোতে মজা করেই বললেন সানি।