Main Menu

পাবনায় পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন এর বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবীতে মানববন্ধন

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখা। সকালে পৌরসভা কার্যালয় এবং পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানব বন্ধনে জেলার ৯ টি পৌরসভার কয়েকশ কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন।মানব বন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনের জেলা সভাপতি মতিয়ার রহমান, পাবনা পৌর শাখার সভাপতি নুরুল আলম বিশ্বাস লিন্টু ও কেন্দ্রীয় সহ মহিলা বিষয়ক স¤পাদক রোখসানা পারভীন। সভায় বক্তারা সিটি কর্পোরেশনের কর্মচারীদের মত পৌর কর্মচারীদেরও সকল সরকারী সুবিধা দেয়ার দাবী জানান।