Main Menu

এনামুল হক টগরের কবিতা

এশকের মত্ততায়

আল্লাহ স্মরণ ও জিকির
অন্তরের কঁড়িগুলোকে প্রশন্ত করে
ফলে পাপড়ির স্নিগ্ধতায় দেহকে সন্জীবিত করে
এক চির সবুজ অমরত্বের সুশান্ত পথে
যেখানে সুখ ও শান্তিতে ভরা রূহের জগত
পঞ্চম ইনিদ্রয়ের উপলদ্ধিতে স্বপ্ন দেখে !
আর সুখ নিদ্রা ও বাসনার কল্পনা করে।
এই স্বপ্ন ও বাসনার ভেতর দিয়ে
ইন্দ্রিয় মানুষকে বহন করে নিয়ে যায়
তত্ত্বজ্ঞানীরা এই এশকের মত্ততায়
প্রেম ও এলাহীর ধ্যানে বিভোর ও নিমগ্ন থাকে।
উজ্জ্বল বাতি
অহংকার ও আমিত্ব থেকে নিজেকে মুক্ত করো
আর ফানার স্তরে উপনীত হও
দেখবে আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র আর তারকা
তোমার দিকে নত হয়ে আছে
আরো দেখবে নভোমন্ডল ও সমগ্র বস্তু
আজ্ঞাবহ ও সত্যের তাবেদারী করছে!
তাই অমুসলিম নফসকে নির্বাণ জ্ঞানে মুসলিম করো
দেখবে সবর অন্তরে উজ্জ্বল বাতি হয়ে জ্বলছে
আর সেই তাপের কাছে-চন্দ্র সূর্য নক্ষত্র ও তারকা শীতল!
যেন মনোরম কন্টকপুষ্প ও আনান্দময় শান্তি