Main Menu

আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় মসজিদের মোয়াজ্জিন নিহত

আতাইকুলা প্রতিনিধিঃ
শনিবার সকাল সাড়ে ১০ টায় পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পুটিগাড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মসজিদের মোয়াজ্জিন নিহত হয়েছেন। তিনি উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত বাহের আলীর ছেলে আলহাজ তাহের আলী (৭০)।
মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আঃ মতিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পুটিগাড়া নামক স্থানে রাস্তা পারা পারের সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনা মুখী দ্রুতগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘাতক বাস আটক, চালক হেলপার পালিয়ে য়ায়। পুলিশ লাশ উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে।