
আর কে আকাশ : ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই শ্লোগানকে সামনে রেখে পাবনাবাসীর আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশিস্ট সমাজ সেবক, কবি ও ছড়াকার মো. আফতাব আলীর নেতৃত্বে আনন্দ র্যালীটি হাজী আব্দুল গণি রোড থেকে বের হয়ে আতাইকুলা রোড, পাঁচ মাথা মোড়, আব্দুল হামিদ রোড, দই বাজার মোড় পদক্ষিণ করে হাজী আব্দুল গণি ফ্লাওয়ার মিলে গিয়ে শেষ হয়। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ এলাকার অনান্যরাও এ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে পাবনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠানে বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার মুড়ি, মুড়কি, বাতাসা, জিলাপি, কদমা, মিস্টি পাঠানো হয়।
র্যালীটির আয়োজক মো. আফতাব আলী বাংলার মুখকে জানান, বাঙ্গালী সংস্কৃতির শেকড় পহেলা বৈশাখ, এটি আমাদের প্রাণের উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ ভাবে প্রতিবারের ন্যায় এবারও আমরা এই উৎসব পালন করছি। ধর্মের সাথে যা সাংঘর্ষিক নয়, তা সম্মিলিত ভাবে পালন করলে বাঙ্গালী জাতি হিসেবে আমরা উজ্জিবিত হবে। এসময় তিনি পাবনাবাসীর পক্ষ থেকে দেশবাসী ও বিশ^বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।