জীবনধারা
ফেলে আসা দিন গুলো-১৪

এবাদত আলী আমি ১৯৬৬ সালে আর এম একাডেমি হতে এসএসসি পরীক্ষা পাশ করার পর পাবনা এডওয়ার্ড কলেজে মানবিক বিভাগে ভর্তি হই। আরএম একাডেমিতে অধ্যয়নকালে আমি ছাত্রলীগের জিএস ছিলাম। সেই সুবাদে পরিচয় হলো ছাত্র লীগ নেতা সোহরাব উদ্দিন সোবা, মোহাম্মদ নাসিম, ফজলুর রহমান পটল, তোফাজ্জল হোসেন চৌধুরী, আব্দুস সাত্তার লালু, রফিকুল ইসলাম বকুল, সালাউদ্দিন আহমেদ সোহেল, আমিনুল ইসলাম মুক্তা, গোলাম সরোয়ার খান সাধন, লায়লা আরজুমান্দ বানু বিথি, কামরুজ্জামান, সৈয়েদা নুরজাহান কিসমত, মাসুম আহমেদ, শাহজাহান আলী প্রমুখের সঙ্গে। আরেকজন উল্লেখযোগ্য নেতা সাহাবুদ্দিন চুপ্পু। যিনি আরএম একাডেমিতে আমার সহপাঠি ছিলেন । এডওয়ার্ড কলেজে ভর্তির পর থেকে কলেজে যতগুলো সাহিত-সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো তারআরও পড়ুন