নিখিলের সঙ্গে লিভ টুগেদার করেছি, বিয়ে নয় : নুসরাত

সপ্তাহ ধরে চলমান নুসরাত নিখিলের গুঞ্জনে মুখ বন্ধ রেখেছিলেন নুসরাত জাহান। এবার মুখ খুললেন। বুধবার এক বিবৃতিতে অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান জানিয়েছেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’
তুরস্কে বিয়ে হয়েছিল আমাদের। তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়।
সূত্রঃ আনন্দবাজার