প্রধান সূচি

আঞ্জুমানের নিজস্ব কবরস্থানে বৃক্ষ রোপণ করলেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ

স্টাফ রিপোর্টারঃ আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার কিসমত প্রতাপপুর নিজস্ব কবরস্থানে বৃক্ষরোপণ করলেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ। গতকাল শুক্রবার বিকেলে এ বৃক্ষ রোপণ অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন ডিডিএলজি মোঃ মোখলেছুর রহমান( উপ-সচিব)। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান পাবনা জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম তপন,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দোহা, কোষাধ্যক্ষ আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, কার্যনির্বাহী সদস্য সেখ মোঃ রেজাউল করিম হেনা, এস এম মাহবুব আলম,মঞ্জুরুল হক রুনি,ডাঃ আমিরুল ইসলাম হেলাল ও আলহাজ্ব আলতাফ হোসেন সহ সাহিত্য ও বির্তক ক্লাবের সভাপতি ড.মনছুর আলম প্রমুখ। প্রসঙ্গত: ১৯৯৯ সালে পাবনা শাখা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় আড়াইশত বে-ওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব কবরস্থানে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিপুল পরিমান অর্থের প্রয়োজন বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মোল্লা।