পাবনার চাঞ্চল্যকর ইয়াছিন আলী হত্যা মামলা আসামীদের হুমকিতে বাদী জুয়েল রানা সহ গোটা পরিবার ভীত সন্ত্রস্ত

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলা মালিাছা ইউনিয়নের চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার বদী জুয়েল রানা সহ তার গোটা পরিবার এখন আসামীদের দ্বারা আক্রান্ত হবার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দিন-যাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যা মামলার প্রত্যহার কারার জন্য বাদী পক্ষকে নানা রকম ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করা হচ্ছে। এ ছাড়া বাদী নিহত ইয়াছিন আলীর ছেলে জুয়েল রানা, ভাই আশরাফ আলী সহ পরিবারের অন্যান্য সদস্যদের নামে মিথ্যা অভিযোগ এনে একের পর এক মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হচ্ছে বলে সুত্রমতে জানা গেছে। বাদী জুয়েল রানা সহ গোটা পরিবার বর্তমানে ভীত সস্ত্রন্ত জীবন যাপন করছে।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, বিগত ২০০০ সালের ২০ মার্চ জুম্মার নামাজের পর বেলা ২টার দিকে স্থানীয় প্রভাবশালী ইমান মন্ডলের হুকুমে তার ছেলে সোহানের নেতৃত্বে ৭ জন চিহ্নিত সন্ত্রাসী স্থানীয় মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামের নিজ বসত বাড়ীর সামনে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে ইয়াছিন আলীকে রক্তাত¦ভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় ইয়াছিন আলীকে চিকিৎসার জন্য প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অপনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ঔদিন রাত সোয়া ২টার দিকে ইয়াছিন আলীর মৃত্যু ঘটে। পরদিন ২১ মার্চ নিহত ইয়ছিন আলীর বড় ছেলে জুয়েল রানা ইমান মন্ডল, সোহান মন্ডল সহ ৭ জনের নামে উল্লেখ করে পাবনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং -৬৩ । মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
এর মধ্যে মামলার আসামীরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে। জামিনে মুক্তিপ্রাপ্ত আসামীরা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য বাদী জুয়েল রানা সহ গোটা পরিবারকে নানা রকম ভয়ভীতি ও জীবন নাশেল হুমকি প্রদর্শন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া আসমী সোহানের স্ত্রী নুশরাত জাহান মিম গত বছরের ৪ মে পুকুরে মাছ চুরির মিথ্যা অভিযোগ এনে ১৭ জনের বিরুদ্ধে পাবনা থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং- ৭/৩২৫ তাং ০৪/০৫/২০২০। এ মামলাটি তদন্ত শেষে মিথ্যা প্রমানিত হওয়ায় মামলার তদন্তকারি কর্মকর্তা পাবনা থানার এস আই মাহবুব উল্লাহ সরকার আদালতে চুড়ান্ত রিপোর্ট মিথ্যা নং -১৭ তাং-২০-০৬-২০ দাখিল করেন।
এরপর আসামী ইমান আলী মন্ডলের স্ত্রী আর্জিনা খাতুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে পাবনার বিজ্ঞ অতিঃ চীপ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে পিটিশন ৫১/২০০০(পাবনা) দায়ের করেন। এ মামলাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর ন্যাস্ত করা হয়। এ মামলাটি মিথ্যা প্রমানিত হয়েছে।
এরপর গত ৪ জুন বিকেল ৪টার দিকে টেবুনিয়াতে সোহান মন্ডলের গ্রুপের সাথে রকি গ্রুপের চাকু-মারামারি হয়। এ ঘটনাতে ও অন্যান্য আসামীদের সাথে ইয়াছিন আলীর ছেলে জুয়েল রানা ও ভাই আশরাফ এর নামে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। মামলা নং-০৬/৪১৯ তাং ০৪-০৬-২০২১। মামলাটি পাবনা থানার এস আই তোজাম্মেল হোসেন তদন্ত করছেন।
পাবনার চাঞ্চল্যকর ইয়াছিন আলী হত্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য আসামীরা বাদী পক্ষের নামে একাধিক মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শনসহ জীবন নাশের হুমকি প্রদান করার কারণে বাদী জুয়েল রানা সহ গোটা পরিবার বর্তমানে ভীত সস্ত্রন্ত জীবন যাপন করছে। নিহত ইয়ছিন আলীর ছেলে মামলার বাদী জুয়েল রানা সহ গোটা পরিবার এ বিষয়ে সংশ্লিষ্ট আইন শৃঙখলা বাহিনীর আসু হস্তক্ষেপ কামনা করেছেন।