প্রধান সূচি

স্বর্ণের দামে রেকর্ড, ৬৯ হাজার ৮৬৭ টাকায় উঠল ভরি

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বেড়েছে স্বর্ণের দাম। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। সোমবার  (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। আর মঙ্গলবার  (২৩ জুন)  থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সূত্রে জানা যায়, নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ৯৭০ টাকায়। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রাখা হয়েছে।