চাটমোহরে যুব দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
চাটমোহর, পাবনা।
২৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় সাবেক এম.পি ও চাটমোহর উপজেলা বি.এন.পির আহ্বায়ক কে.এম আনোয়ারুল ইসলামের বাসবভনে চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের উদ্দ্যোগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর লিখন জুয়েলের সভাপতিত্বে এবং উপজেলা যুব দলের সদস্য সচিব ফারুক আহম্মেদের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটমোহর পৌরসভার সাবেক মেয়র প্রফেসর আঃ মান্নান, চাটমোহর পৌর বি.এন.পির সদস্য সচিব নুরুল করিম আরোজ খান, যুগ্ম আহ্বায়ক চাটমোহর পৌর বি.এন.পি জিয়ারুল হক সিন্টু, সভাপতি চাটমোহর উপজেলা শ্রমিক দল মোন্তাজ আহম্মেদ, সভাপতি চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দল রেজাউল করিম, সেক্রেটারী চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দল আসাদুজ্জামান লেবু, আহ্বায়ক চাটমোহর পৌর ছাত্রদল শেখ রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক চাটমোহর উপজেলা ছাত্রদল ফুলচাঁদ হোসেন শামীম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, বি.এন.পি ও অনান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আগামী দিনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।