প্রধান সূচি

রোনালদোকে চান চেলসি মালিক, টুখেলের অনুমতির অপেক্ষা!

রোমেরু লুকাকু চলে যাওয়ায় এখন স্ট্রাইকার সংকটে চেলসি। তার জায়গায় ম্যানচেস্টার সিটি থেকে রেহাম স্টারলিঙ্ককে আনার চেষ্টা করছেন কোচ থমাস টুখেল। কিন্তু সেটা কেবল গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে এখন পর্যন্ত কোনো পক্ষই অফিসিয়াল প্রস্তাব দেয়নি।

এদিকে শোনা যাচ্ছে, চেলসির নতুন মালিক টড বয়েলি চাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে। তার বিশ্বাস, পর্তুগিজ সুপারস্টারকে চুক্তি করাতে পারলে তা ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সঙ্গে চেলসির যে গ্যাপ তৈরি হয়েছে, সেটা পূরণ করা সম্ভব।

বিষয়টি নিয়ে এখন থমাস টুখেলের সঙ্গে বসবেন টড বয়েলি। তার অনুমতি পেলেই হয়তো স্টামফোর্ড ব্রিজে দেখা যেতে পারে সিআরসেভেনকে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। চেলসি কোচের পরিকল্পনায় যে এখন রোনালদো নেই। তার টার্গেট আপাতত ডিফেন্স শক্তিশালী করা।

দলটির অন্যতম সেরা দুই ডিফেন্ডার আন্দ্রেস ক্রিসটেনসেন ও অন্তনিও রুদ্রিগার চলে গেছেন। তাদের জায়গায় এখন ভালো ডিফেন্ডার আনাই ক্লাবটির লক্ষ্য।