প্রধান সূচি

কলমাকান্দায় স্বপ্নের ঘরে ওঠছেন আরো ৩০ পরিবার

বিভাস. কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
আশ্রয়নের অধিকার প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন তৃতীয় পর্যায়ে নেত্রকোনার কলমাকান্দায় ৩০টি গৃহহীন ও ভ‚মিহীন অসহায় পরিবার। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে গত বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষ্যে তৃতীয় পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যায়ে দুই শতক ভূমির ওপর নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ঘর। এসব ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এর আগে উপজেলায় প্রথম ধাপে উপকারভোগীর মধ্যে ১০১টি, দ্বিতীয় ধাপে ৫৫টি, তৃতীয় ধাপে ৮৫ ঘর প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে রহিমপুর আবাসন প্রকল্পে গিয়ে, চার সন্তানের জননী ফুলবানু বেগমের (৭০) সাথে কথা হয় যুগান্তর প্রতিবেদকের। এসময় তিনি বলেন, প্রতিবেশী ছমির ব্যাপারীর বাড়িতে চার সন্তান নিয়ে তিনি দীর্ঘ ৪০ বছর ধরে থাকছেন। ছেলে-মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তার কোন খোঁজ খবর রাখেননা সন্তানরা। বাঁচার তাগিতে নিরুপায় হয়ে তিনি বৃদ্ধ বয়সে অন্যের কাছে হাত পেতে যা উর্পাজন হয় তা দিয়ে কোন রকমে চলছেন। ফুলবানু বলেন, একদিকে দু’মুঠো ভাত, অন্যদিকে মাথা গুজার ঠাই, এই চিন্তা যেন তার নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছিল। সারাদিন ভিক্ষা করে এই চিন্তায় রাতে যেন ঘুম আসতো তার। এখন আর তাকে সেচিন্তা করতে হবেনা। আগামীকাল ফুলবানু ওঠতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর দেওয়া স্বপ্নের নীড়ে।
তারইমতো বাহাদুরকান্দা গ্রামের প্রতিবন্ধী সাইকুল মন্ডল (৫২) বলেন, ভিক্ষাবৃত্তি করে বৃদ্ধ মা ও মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে দীর্ঘদিন ধরে দুঃখে কষ্টে কোন রকমে জীবন-যাপন করছিলেন। এবার সরকারি ঘর পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে। তিনি আরো জানান, এই ঘর তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। এজন্যে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম যুগান্তরকে বলেন, আজ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় কলমাকান্দা উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তরের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।