নাটোরে ভাইরাল হওয়া কলেজ শিক্ষিকার মৃত্যুর ঘটনায় স্বামী মামুনকে আদালতে চালান

নাটোর প্রতিনিধি
নাটোর শহরের বলারীপাড়া মহল্লায় ভাড়া বাসায় কলেজ শিক্ষিকা খায়রুনের মরদেহ উদ্ধারের পর আটক নিহতর স্বামী মামুনকে আদালতে চালান দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠায়, সদর থানা পুলিশ। এ ব্যাপারে বিকালে আদেশ দেবেন আদালত। সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ এবং কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ওসি( তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রবিবার সকালে মরদেহ উদ্ধারের পর মামুনকে আটক করা হয়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে আদালতে চালান দেয়া হয়। মামলার তদন্ত চলছে দাবী করে তিনি বলেন, মামুনের ব্যাপারে আজ আদেশ দেবেন আদালত। আর তদন্ত শেষে ওই ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। কোর্ট ইন্সপেক্টর নজমূল হক জানান, বিকাল ৫ টার দিকে আদালত ওই ব্যাপারে আদেশ দেবেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ জানান, নাটোরের গুরুদাসপুরের খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার ভালবেসে শহরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন হোসেনকে বিয়ে করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারা ২ু’জন শহরের বলারিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল রবিবার সকালে সেই ভাড়া বাসা থেকে খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন হোসেনকে আটক করে পুলিশ। পরে রবিবার দুপুরে সিআইডির সুরৎহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার স্থানীয় আবু বকর সিদ্দিকী কওমী মাদ্রাসা মাঠে জানাযা শেষে খামার নাচকৈড় কবরস্থানে দাফন স¤পন্ন করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।