প্রধান সূচি

চাটমোহরে ট্রেনে কাটা পরে শিশুর মৃত্যু

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা

পাবনার চাটমোহর রেলস্টেশনের সামনে ট্রেনে
কাটা পরে অজ্ঞাত পরিচয় (১২) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কেটে এ মৃত্যুর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর রেলস্টেশনে বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ঢাকা গামী পদ্মা এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতী করে। এসময় এই ট্রেন থেকে শিশু ছেলেটি নেমে স্টেশনের দুই নম্বর লাইন পার হতে থাকে। এমন সময় স্টেশনে বিরতীহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় ছেলেটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
চাটমোহর রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ট্রেনে কাটা পরে শিশুটির দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। সিরাজগঞ্জ জিআরপি থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যাবেন।