প্রধান সূচি

চাটমোহর প্রিমিয়ার লীগের খেলোয়ার নিলাম অনুষ্ঠিত

চাটমোহর প্রতিনিধি
চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ১০ সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর প্রিমিয়ার লীগ-২০২২ এর খেলোয়ার নিলাম অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর ক্রিকেট একাডেমির সভাপতি মমতাজ মহলের সভাপতিত্বে এ খেলোয়ার নিলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়ারুল হক সিন্টু প্রমুখ।
চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, আগামি ১৮ অক্টোবর চাটমোহর প্রিমিয়ার লীগ-২০২২ এর তৃতীয় আসর শুভ উদ্বোধন হবে আশা করছি। মোট পাঁচটি দল এ খেলায় অংশ গ্রহন করবে। চাটমোহর উপজেলার ১২০ জন খেলোয়ার নিবন্ধন করে এ নিলাম অনুষ্ঠানে অংশ নেন। পাঁচটি দল নিলামের মাধ্যমে ৭৫ জনকে তাদের দলের হয়ে খেলার জন্য নিলামে ডেকে নেয়। এক একটি দল চাটমোহর উপজেলার বাইরের দুই জন করে খেলোয়ার তাদের দলে নিয়ে খেলাতে পারবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাটমোহর ক্রিকেট একাডেমির সহ সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ^াস রাজু।