প্রধান সূচি

বিনোদন সংবাদ

অনুদানের সিনেমার অপেক্ষায় তানভীন সুইটি

আবু সাইয়ীদের ‘বাঁশি’ ছিল নন্দিত মডেল বা অভিনেত্রী তানভীন সুইটি অভিনীত প্রথম সিনেমা। এরপর দীর্ঘদিনের একটি বিরতি আসে তার সিনেমায় অভিনয়ে। সম্প্রতি সুইটি নতুন দুটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমা দুটি হচ্ছে সরকারি অনুদানে নির্মিত জাফরুল শাহীন পরিচালিত ‘মাইক’ এবং নূরে আলম পরিচালিত ‘রাসেলের জন্য অপেক্ষা’। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত অনম বিশ্বাসের ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্মেও দুর্দান্ত অভিনয় করেছেন তানভীন সুইটি। বলা যায়, এই মুহূর্তে অভিনয়ে নতুন করে আলোচনায় এসেছেন সুইটি। যে কারণে অভিনয়ের প্রতি যেন মনোযোগটাও আগের চেযে বেড়েছে তার। তাই নতুন নতুন কাজে দেখা মিলছে গুণী এই অভিনেত্রীর। পরিচালকদের আগ্রহে ভালো ভালো গল্পে কাজ করার প্রতিও আগ্রহ বাড়ছে সুইটির।আরও পড়ুন